বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক যেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টার সময় সদর উপজেলার মহানন্দা ব্রিজ সংলগ্ন নতুন স্টেডিয়ামের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ সদর উপযেলার সভাপতি, ওবায়দুল্লাহ বিন শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক আরীফুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ সদর উপযেলার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক ওমার ফারুক রুবেল, নোমান আলী, জুয়েল রানা, মাসুম, আব্দুস সবুর সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল কর্মীগণ।
সভাপতি ওবায়দুল্লাহ বিন শাহজাহান নিজ হাতে একটি চারা বৃক্ষ রোপণ করার মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এছাড়াও তিনি সংগঠনের অন্যান্য কর্মী ও দায়িত্বশীলদের মাঝে বিভিন্ন বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এই সমস্ত চারাগাছ জেলার বিভিন্ন প্রান্তে রোপণ করা হবে, সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় কর্মীদের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচী মাসব্যাপী চলবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক