টাংগাইল জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বেশি হওয়ায় এ জেলাকে দুটি জোনে ( ইয়েলো ও গ্রিন) জোনে ভাগ করা হয়েছে। জেলায় জোন ভিওিক ভাগে আটটি উপজেলাকে হলুদ ( ইয়েলো) চিহ্নিত করা হয়। এছাড়াও বাকী ৪ টি উপজেলাকে সবুজ ( গ্রিন) জোন চিহ্নিত করা হয়।
টাংগাইল জেলার জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন। তিনি জানান, করোনা ভাইরাসের শনাক্তের হার বিবেচনা করে জেলার ১২ টি উপজেলার মধ্যে ৮ টিকে ইয়েলো ও বাকী ৪ টিকে গ্রিন জোনে চিহ্নিত করা হয়েছে।
জেলার মধ্যে ইয়েলো উপজেলাগুলো হলো – টাংগাইল সদর, মির্জাপুর, মধুপুর, ধনবাড়ি, গোপালপুর, সখিপুর, নাগরপুর, ও কালিহাতী। বাকী ৪ টিকে ঘাটাইল,ভূঞাপুর, বাসাইল ও দেলদুয়ার গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা প্রশাসক জানান, ইয়েলো জোনে স্বাস্থ্য বিধি মেনে চলাতে অধিক পরিমাণে তৎপরতা চালানো হবে এবং গ্রিন জোনেও স্বাস্থ্য বিধি পালনের তৎপরতা অব্যাহত থাকবে।