নরসিংদীর পলাশে এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌরসভার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের সভাপতি মোঃ শামিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নরসিংদী এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক বিশ্বজিৎ সাহা ও উপদেষ্টা ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মাহফুজুল হক টিপু।
১৫ সদস্যদের নতুন কমিটি গঠন করে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি ও ব্যবসা রোধে অঙ্গীকার করে এলপিজি গ্যাস ব্যবসায়ীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। এ আলোচনা সভায় নরসিংদী জেলার ৬টি উপজেলার এলপিজি গ্যাস ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।