পাকুন্দিয়ায় বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ দিদার (21) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় 7’20 টার দিকে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি বৈশাখী ফিলিং ষ্টেশন সামনে কিশোরগঞ্জ -ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ দিদার বাবার নাম ইসরাফিল পাকুন্দিয়া উপজেলার পৌরসভার সদর হাপানিয়া গ্রামে তাঁর বাড়ি।
কিশোরগঞ্জ পাকুন্দিয়া আহুতিয়া পুলিশ ফাঁরি ইনছাজ জানান ঢাকা থেকে কিশোরগঞ্জ উদ্দেশে ছেড়ে আসা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলের চালক মোহাম্মদ দিদার ঘটনাস্থলে মারা যান।