আজ ১৬ জুন ২০২০ খ্রীঃ,০২ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ,২৩ শাওয়াল ১৪৪১ হিজরী , আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার, গোমস্তাপুর উপজেলায়, ১নং গোমস্তাপুর ইউনিয়নে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” জরুরী খাদ্য শষ্য চাল,ডাল,আলু,তেল,লবন,পিয়াজ ও সাবান (১১০) একশত দশ জনের মাঝে নয়টি ওয়ার্ডের মাঝে বিতরণ করা হয়। আর শিশু খাদ্য শুকনো দুধ,সুজি,বিস্কুট ও চিনি (১০০) একশত জনের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান জনাব জামাল উদ্দীম মন্ডল,ট্যাগ অফিসার,ইউপি সচিব মোঃ রাকিবুল ইসলাম ও গ্রামপুলিশ সদস্যগণ।
উল্লেখ্য থাকে যে,গত ১৫ জুন পর্যন্ত মহামারী করোনা দুর্যোগের থাবায় পড়ে, খেটে খাওয়া অসহায় গরীব,দুঃখী মানুষের মাঝে “মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী খাদ্যশস্য” বিতরণ করা হয়েছে ৩৯৮৩ জনের মাঝে, ১নং গোমস্তাপুর ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জনগনের মাঝে এসব খাদ্য
বিতরণ করা হয়।আর মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ২৫০০টাকা করে ১২০২ জনের মোবাইল এ্যাকাউন্টের মাধ্যমে পাঠান।