মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নে এসডিআই সমৃদ্ধির কর্মসূচির আওতায় বিশেষ সঞ্চয় ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ বুধবার দুপুরে বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
এসডিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (সিইও) মো. সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়া, বানিয়াজুরী এসডিআই সমন্ময়কারী মো. শহীদুল্লাহ ও বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু প্রমুখ।