গত ৩০ প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিজ্ঞপ্তি থেকে বিভিন্ন টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালে ও পত্রিকায় “কুলিয়ারচরে কলেজ ছাত্রী স্মৃতি আক্তারের বেচেঁ থাকার স্বপ্নগুলো ভেঙ্গে দিলো বখাটেরা”, ” কুলিয়ারচরে বখাটেদের হামলায় কলেজ ছাত্রী গুরুতর আহত” ও কুলিয়ারচরে পুলিশের বিরুদ্ধে থানায় আপোষ নামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ বখাটেদের হামলায় আহত কলেজ ছাত্রীর পরিবারের ” শিরোনামে প্রকাশিত সংবাদগুলো আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এসব সংবাদে আমাদেরকে বখাটে ও ইভটিজার আখ্যায়িত করে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত: আমরা দু’জন মোটরসাইকেল যোগে কুলিয়ারচর পর্যটনকেন্দ্র নতুন ব্রিজ দেখতে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনার কবলে পরি। এতে আমরা ও স্মৃতি আক্তারসহ আরো দুইজন মহিলা আহত হই। পরে স্থানীয় নেতৃবৃন্দসহ থানা পুলিশ মিলে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি থানায় বসে আপোষ মিমাংসা নামায় উভয় পক্ষের স্বাক্ষরের মাধ্যমে বিষয়টি মিমাংসা করে দেয়। এরপর থেকে সমাজের একটি কুচক্রী মহলের প্ররোচনায় উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাদের ইমেজ ও মানসম্মান খুন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে স্মৃতি আক্তারের পরিবারের সদস্যরা সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিভি চ্যানেল, অনলাইন নিউজ পোর্টালে ও পত্রিকায় এসব সংবাদ প্রকাশ করিয়ে আসছে । আমরা প্রকাশিত এসব সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মো. শুভ মিয়া
পিতা – মো. আলিম উদ্দিন
মো. রকি মিয়া
পিতা – মো. এলাচ মিয়ার
উভয় গ্রাম- পিরিজপুর
উপজেলা – বাজিতপুর
জেলা – কিশোরগঞ্জ।