যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও পন্যবাহী ট্রাকের চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। এতে করে পাটুরিয়া ঘাট এলাকায় দেখা দিয়েছে পন্যবাহী ট্রাকের চাপ ও দীর্ঘসারি। ফলে ফেরি পারের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের উথূলী সংযোগ মোড়ে রাখা হয়েছে পন্যবাহী ট্রাককে।
বিআইডব্লিটিস’র পাটুরিয়া ঘাটের বাণিজ্যিক শাখার ব্যবস্থাপক মো.সালাম হোসেন জানান, রাতে শিমুলিয়া কাঠাল বাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পন্যবাহী ট্রাকের চাপ বেড়েছে। তবে যাত্রীবাহী ও ছোট গাড়ীর থাকলেও কোন চাপ নেই। বর্তমানে ঘাট এলাকায় ও আশপাশে ৫শতাধিক পন্যবাহী ট্রাক পারের অপক্ষোয় রয়েছে। ছোট বড় ১৭টি ফেরি দিয়ে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারপার করা হচ্ছেও বলে তিনি জানান।