নরসিংদীর পলাশ উপজেলার ৪২৪ জন কৃষক-কৃষানীর মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএডিসি সেচ বিভাগ নরসিংদীর আয়োজনে পলাশ উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রণোদনার চেক তুলে দেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর সভাপতিত্বে এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিরুল ইসলাম ও বিএডিসির পলাশ জোনের সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি মন্ত্রণালয় এর খরিপ-১/২০১৯-২০ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিএডিসি পরিচালিত সেচ স্কীমের আওতায় ৪২৪ জন কৃষক-কৃষানীর মাঝে প্রণোদনার চেক বিতরণ করা হয়।