১ সেপ্টেম্বর মঙ্গলবারঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলা বিএনপি, দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
আজ বেলা সাড়ে ১১টায় মধুখালী রেলগেটস্থ দলীয় কার্যালয়ে ফরিদপুর জেলা যুবদলের সহ সভাপতি মো. আব্দুল আলীম মানিকের সভাপতিত্বে ও মধুখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম ইনামুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম ।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, মোঃ নুরুন নবী, জেলা ছাত্রদল সদস্য মোঃ জহিরুল ইসলাম লিটন, ছাত্র নেতা মিজানুর রহমান কালা,আরিফিন সাদ্দাম সহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এখনই সময় এসেছে ঘুরে দারাবার সকল জিয়া সৈনিকদের এক হয়ে লড়াই সংগ্রাম করতে হবে। অনুষ্ঠানের সভাপতি আব্দুল আলীম মানিক বলেন পদের জন্য দল করি না,ছাত্র জীবন থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারন করে এই দল করে যাবো। অনুষ্ঠান শেষে দোয়ার আয়োজন করা হয় ।