জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নরসিংদীর ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের উদ্যোগে ২৫০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বিশেষ অতিথি পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, জেলা আওয়ামীলীগের কার্যকারী সদস্য মোঃ মাহফুজুল হক টিপু, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম শফি, পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা।
এর আগে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা। অনুষ্ঠান শেষে ২৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।