টাঙ্গাইলের প্রস্তাবিত ধলেশ্বরী নামে নতুন উপজেলা বাস্তবায়নে ঐতিহ্যবাহী মির্জাপুর উপজেলার সংযুক্ত বানাইল ও আনাইতারা ইউনিয়ন কেটে নেওয়ার সম্ভাবনা এবং প্রস্তাবনা গ্রহণ করায় দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণ ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ সভার আয়োজন করেন । কারন মির্জাপুর উপজেলা বাংলাদেশের ৫টি উপজেলার মধ্যে অন্যতম । পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা ঢাকা রাজধানীর উল্টো হওয়ার অন্যতম কারন । সেই কারনে আজ ২৯-০৮-২০২০ রোজ শনিবার বিকেল ৪-টায় ভাবখন্ড বাজার বানাইল ইউনিয়ন আওয়ামীলীগ পার্টি অফিসের সামনে সর্বস্তরের দলীয় নেতাকর্মী, বুদ্ধিজীবী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সবাই মিলে প্রতিবাদ সভার ডাক দেন । উক্ত প্রতিবাদ সভায় আব্বাস বিন হাকিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয় । শুরুতেই সভা পরিচালনায় দাযিত্ব পালন করেন এডভোকেট আনিসুর রহমান হুমায়ূন । প্রতিবাদ সভায় বক্তারা বক্তব্যেতে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের মতামত, পরামর্শ না নিয়ে সরাসরি পুষ্টার, লিফলেট, ব্যানার ভারচুয়াল মিডিয়া ফেসবুক এবং বিভিন্ন গণমাধ্যমে বানাইল ও আনাইতারা ইউনিয়নের নাম প্রচার প্রচারণা করে কিভাবে এই বিষয়ে তীব্র প্রতিবাদ করেন তারা, আরও বলেন প্রয়োজনে আমরা আইনি প্রক্রিয়ায় লড়বো, প্রেসক্লাব, ডিসি অফিসে স্মারক লিপি, মানববন্ধন সহ রাজপথে আন্দোলন সংগ্রাম করবো বৃহত্তর ঢাকা টাঙ্গাইলের মহাসড়ক রাজপথ বন্ধ করে দিবো তবুও মির্জাপুরেই আছি থাকবো । উক্ত সভায় প্রস্তাবিত “ধলেশ্বরী” নামে নতুন কোন উপজেলার আওতাভুক্ত না হওয়ার জন্য সাদা পেইজে সবার গণ সাক্ষর লিপিবদ্ধ করা হয় । সভায় উপস্থিত ছিলেন বানাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন খান , সাবেক চেয়ারম্যান আলী হোসেন খান, দেওয়ান শওকত আকবর, পিন্টু তালুকদার, রেজাউল করিম মাখন, আব্দুল্লাহ আল মামুন, বাবু সতীশ কুমার দাস, খন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আবুল হাসান মেম্বার, রাসেল খান জীবন প্রমুখ সহ অনেকেই উপস্থিত ছিলেন।