বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার ৫১ বিশিষ্ট সদস্য কমিটি গঠন।
শক্র তো থাকবেই, আমার সততাই সে শক্রকে ধ্বংস করবে বললেন কবি নীলিমা আক্তার নীলা। তিনি আরো বলেন সমস্ত স্বার্থক বিসর্জন দিয়ে যারা মানুষের পাশে দাঁড়াবে, মানুষকে নিয়ে ভাববে তাদেরকে নিয়ে গঠিত হলো, বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখার ৫১ জন বিশিষ্ট সদস্য কমিটি। সবার দোয়া, আশীর্বাদ চাই।
বাংলাদেশ মানবাধিকার কমিশন বান্দরবান জেলা শাখায় ১৫/৬/২০২০ অনুমোদিত হলো, ৫১ জন বিশিষ্ট সদস্যের নব গঠিত কমিটি। কমিটির সভাপতি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, নির্বাহী সভাপতি, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক এম হেফাজতুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসাবে আছেন BHRC সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি বার বার শ্রেষ্ঠ মানবাধিকার স্বর্ণ পদক ও আন্তর্জাতিক পদক প্রাপ্ত মানবাধিকার নেত্রী কবি নীলিমা আক্তার নীলা। ও বান্দরবান জেলার সৎ নিষ্ঠাবান নেতৃস্থানীয় সুধীজন দের নিয়ে কমিটি গঠন।