টাংগাইলের ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নের জামতলী নামক স্থানে গত ২৯ আগষ্ট-২০২০ ইং সকাল সাড়ে ০৭ টায় গরু বোঝাই মিনিট্রাক ও পিকআপ মুখোমুখি সংর্ঘষে এক গরু বেপারী, ঘটনাস্থলে মারা যায়। ধনবাড়ী থানা পুলিশ ও প্রত্যক্ষদশি সূত্রে জানা যায় জামালপুর থেকে ছেড়ে আশা মিনিট্রাক যার নং- ঢাকা মেট্রো-ড-১১-৫৪৮৯ ঢাকা থেকে ছেড়ে আশা পিকআপ নং- ঢাকা মেট্রো-ন-১৯-১১৬৮ মুখোমুখি সংর্ঘষ হয়, এতে জামালপুরের সদর উপজেলার পলাশঘর গ্রামের কছর আলীর ছেলে গরু বেপারী মোঃ শিপন (৩৫) মারা যায়। এঘটনার সত্যতা স্বীকার করে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চান মিয়া বলেন দুটি গাড়ী ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মামলার প্রস্তুতি চলছে।
ধনবাড়ীতে এক রাতে ৭টি গরু চুরি
ধনবাড়ী (টাংগাইল) প্রতিনিধি ঃ টাংগাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নরে ভাতকুড়া গ্রামে গত ২৮ আগষ্ট-২০২০ ইং শুক্রবার ভোর রাতে একই গ্রাম থেকে ৭টি গরু চুরি হয়েছে। জানা যায় ভাতকুড়া গ্রামের প্রাণনাথ সরকারের ছেলে বিষ্ণুপদ সরকারের গোয়াল ঘরে তালা কেটে তিনটি গরু একই গ্রামে মৃত মজিবর রহমানের ছেলে মোঃ হেলাল উদ্দিনের ২টি গরু ও মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ আনিছুর রহমানের দুইটি গরু চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় এলাকায় গরু পালনকারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকার সুধিজনরা বলছেন কোন সঙ্গবদ্ধ চোরের দল এমনটা ঘটিয়েছে। তা না হলে তিনটি বাড়ী থেকে একই কৌশলে সাতটি গরু চুরি করতে পারত না।