চলতি মাসের ২৮ শে আগস্ট শুক্রবার তানোর থানাধীন পাঁচন্দর ইউনিয়স্থ কচুয়া কাজিপাড়া (আদিবাসি পাড়া) মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল মতিন চেয়ারম্যান, পাঁচন্দর ইউনিয়ন পরিষদ,
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রাকিবুল হাসান অফিসার ইনচার্জ, তানোর থানা, রাজশাহী, বিশেষ অতিথি হিসাব পুলিশপরিদর্শক(তদন্ত)
জনাব মোঃ আনোয়ার হোসেন সহ মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ সাইফুল ইসলাম, বিট অফিসার এসঅাই/ সানোয়ার হোসেন,এএসআই/রকিবুল হাসান,কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ ইউপি মেম্বর, মহিলা মেম্বর সহ কচুয়া কাজিপাড়া আদিবাসি পাড়ার আদিবাসি লোকজন। উক্ত আলোচনা সভায় আদিবাসি লোকজনদেরকে হাত তুলে মাদক ব্যাবসা না করার জন্য শপত পাঠ করানো হয়।