নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ১কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি সামসুল খন্দকার (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে চরসিন্দুর ইউনিয়নের চরআলীনগর এলাকায় অভিযান চালিয়ে সামসুল খন্দকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী চর আলীনগর গ্রামের মৃত আলাউদ্দিন খন্দকারের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৪টার দিকে পলাশ থানার এসআই মাহবুবুর রহমান হামিদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চরআলীনগর এলাকার নতুন বাজার সিকদার বাড়ীগামী ইটের সলিং এর রাস্তার উপর শাহিনের মিষ্টির দোকানের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সামসুল খন্দকারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ইতোপূর্বে পলাশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মাদক মামলা রয়েছে। যা নরসিংদীর বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে বলে জানায় পুলিশ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি সামসুল খন্দকারের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নরসিংদীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।