পাঁচ বছরের ছোট্ট শিশু জান্নাত। সকালে খেলতে বের হয় বাসা থেকে। খেলার শেষে বাসায় ফেরার সময় পথ হারিয়ে ফেলে , খুঁজতে থাকে তার মা-বাবাকে। বিষয়টি নজরে আসে ইপিজেড থানার দায়িত্বরত এক পুলিশ সদস্যের। পুলিশের তৎপরতায় অবশেষে পরিবারের খোঁজ পায় জান্নাত। মঙ্গলবার ২৫/০৮/২০২০ সকালে ইপিজেড থানা এলাকার টিসিবি ভবনের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে রাতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুটিকে পাওয়ার পর পরিবারের সন্ধান চেয়ে ইপিজেড থানা কতৃক মোবাইল নাম্বার যুক্ত করে।