রাজশাহী তানোর উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশন এর আয়োজনে উপজেলা মডেল মসজিদ এর শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। উপজেলা প্রশাসনের আয়োজনে এডিপির অর্থায়নে মাধ্যমিক পর্যায়ে ২০১৮-২০১৯ সালের জে.এস.সি/জে.ডি.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ৮৪টি বাই সাইকেল এবং সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০২০ অর্থ বছরের ৪র্থ কিস্তির ক্যানসার,কিডনি, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগীদের মাঝে ৫০,০০০টাকা করে ১৯ জনকে চেক প্রদান করা হয়েছে।
জানা গেছে চলতি বছরের ২৫শে আগষ্ট মঙ্গলবার সকাল দশ ঘটিকার সময় তানোর উপজেলায় প্রায় ১২কোটি টাকা ব্যয়ে সরকারি মডেল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়, পরে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ফুল দিয়ে বরন এবং আলোচনা সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলার নির্বাহী অফিসার জনাব সুশান্ত কুমার মাহাতো, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর গোদাগাড়ীর উন্নয়নের রুপকার জননেতা জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় আরও উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, শিক্ষা অফিসার জনাব মোঃ আমিরুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা মাতিনুর রহমান, তানোর থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ জনাব মোঃ রাকিবুল হাসান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শরীফ খান, তানোর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব খাদেমুন নবী চৌধুরী বাবু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ ওহাব হোসেন লালু, প্রচার সম্পাদক জনাব মোঃ আহসানুল হক স্বপন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জনাব মোঃ রাজিব সরকার হিরো, শিক্ষক নেতা জিল্লুর রহমান, ছাত্র লীগ নেতা জুয়েল রানা, ফায়সাল সরকার অমি, মাহাবুর রহমান মাহাম, মোরশেদুল মোমেনিন রিয়াদ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল ইউনিটের অসংখ্য নেতা কর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।