কক্সবাজার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের।গরু চুরি করার অপরাধে এভাবে মহিলাগুলোকে বেঁধে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল জনসম্মুখে।(অনেকে বলছে বৃদ্ধার মেয়েকে বিয়ে করতে না পারায় পরিকল্পিত ভাবে তাদের অপবাদ দেয়া হয়েছে)
প্রশ্ন হলো,সেটা যে অপরাধই হোক না কেন কোন অপরাধীকে(যদিও অপরাধ প্রমানিত হয়েছে কিনা সে ব্যাপারে জ্ঞাত নই) এভাবে জনসম্মুখে সম্মানহানি করার কোন সুযোগ আছে কিনা?
কোন ধরণের সমাজব্যবস্থায় আমাদের বসবাস?কেউ অপরাধ করলে সেটার বিচার করার জন্য আইন-আদালত আছে।কিন্তু তারপরেও এসব কোন ধরণের আইনের অবমাননা? দুজন মহিলাকে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে তাও আপত্তিকর অবস্থায় এবং জনসম্মুখে!অত্র এলাকার সম্মানিত জনপ্রতিনিধি এবং প্রশাসনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি।এই অমানবিক ঘটনার আসল রহস্য খতিয়ে দেখা হোক এবং দোষীদের আইনের আওতায় আনা হোক।ধন্যবাদ। সকলে শেয়ার করে প্রশাসনের নজরে আনার চেষ্টা করুন
নিউজটির সংগ্রহীত