মরিতে চাহি না আমি সুন্দর ভূবনে, বাঁচিবার চাহি মানবের মাঝে এ পৃথিবীতে ছেঁড়ে কেহই মরিতে চায়, কিন্তু অনা কাঙ্খিত ঘটনা ঘটে যায় অনেক কিছু। এরি ব্যক্ত ঘটে টাংগাইলে ধনবাড়ী পৌর এলাকার ০২ নং ওয়ার্ডের রুপশান্তি মধ্যপাড়া গ্রামে, যানা যায় মৃত রহিম উল্যাহ খান এর নেশা খোর বখাটে ছেলে সাগর মিয়া (২৪) মাছ ধরার কথা বলে গত ১৯ শে আগষ্ট ২০২০ ইং সন্ধ্যায় একই গ্রামের মোঃ আয়নাল হোসেনের ছেলে আমিনুর (১৯) কে ডেকে নিয়ে ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায় আমিনুর এর পরিবারের সূত্রে জানা যায়, আমিনুর খুবই শান্ত প্রকৃতিক ছেলে, তাকে কেন হত্যা করার চেষ্টা করল সেটা ভেবে পারছি না। আমিনুর বর্তমানে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ৪র্থ তলায় ০৭ নং বেডে ডাঃ দশরত সুত্রধরের চিকিৎসাধীন রয়েছে। এব্যাপারে আমিনুরের বাবা মোঃ আয়নাল হোসেন বাদী হয়ে ধনবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। থানা সুত্রে জানা যায়, অভিযোগটি আমলে নিয়ে এস,আই মোঃ মিলটন ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রতিবেদক এস,আই মিলটনের কাছে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ও যথাযথভাবে এ বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখব।