নরসিংদীর পলাশে মোফাজ্জল হোসেন মুকুল (৪০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে পলাশ থানা পুলিশ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার বালুচরপাড়া গ্রামের মৃত মহর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্ব এএসআই রবিউল আউয়াল ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় বালুচর পাড়া থেকে আসামি মোফাজ্জল হোসেন মুকুলকে গ্রেফতার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেফতারের পর নরসিংদীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।