বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান জেলার সভাপতি (জেলা পরিষদ সদস্য) কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌর শাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলা ও পৌর শাখার নির্বাহী সভাপতি জর্জ ত্রিপুরা রাউজানের ওয়ারাপুঞঞা বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন, যেখানে বান্দরবানের রুমার বাসিন্দা ৭ম শ্রেনীর ছাএী অংমেচিং এর ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল। এ ঘটনার পর থেকেই অবস্হানরত ২৫ জন ছাএছাএী আতঙ্কের মধ্যে আছে। ওরা সবাই নিজ নিজ বাড়িতে ফেরত যেতে চায় । এ বিষয়ে তারা স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছে।
এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বর্গীয় শ্রীমৎ ঞ্জানজ্যোতি মহাথের ২০০২ সালে একই স্হানে আততায়ীর হাতে নিহত হন।
অকালে ঝড়ে যাওয়া অংমেচিং ও তার পরিবারের প্রতিগভীর সমবেদনা জানিয়ে সুষ্ঠু বিচার চেয়েছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বান্দরবান জেলার সভাপতি (জেলা পরিষদ সদস্য) কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পৌর শাখার সভানেত্রী নীলিমা আক্তার নীলা ও পৌর শাখার নির্বাহী সভাপতি জর্জ ত্রিপুরা।