চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে। পুলিশ সুপার আব্দুর রকিব এর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল সহ একজন আটকের খবর পাওয়া গেছে।
জানা গেছে, শনিবার ( ১৫ই আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ উপজেলার কোতোয়ালদিঘী হতে বাঘবাড়ি-মিয়াপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে উজ্জল আলী (২৫) কে আটক করা হয়।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবু উদ্দীন সরকার মাদকসহ মাদক ব্যবসায়ীর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,
মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।