মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন জেলার বিভিন্নস্থানে মাদক বিক্রি বন্ধে কাজ করছে ডিএনসির টিম।
এরই প্রেক্ষিতে গত ৯ আগস্ট ও ১১ আগস্ট অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ পুরিয়া গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়াও একজন প্রবাসীসহ তার দুই বন্ধুকে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আটক করা হয়। আটক কৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়।
পরিদর্শক মো. রায়হান আহমেদ খাঁন এ প্রতিবেদককে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ডিএনসি টিম জেলায় মাদকরোধে অভিযান চালিয়ে যাচ্ছে।
পরিদর্শক রায়হান আরও জানান, এলাকার কেউ মাদক বিক্রেতাকে ধরিয়ে দিতে চাইলে তার পরিচয় গোপন রাখা হবে। 01711714072 (০১৭১১৭১৪০৭২) তথ্য দেয়া যাবে