রাজশাহীর বাঘায় এর অভিযানে এক হাজার পিচ ইয়াবাসহ ইমন আলী নায়েব নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল সোমবার (১০ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বাঘা উপজেলার মোহদীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসময় একটি মোবাইল, একটি সীম, একটি মেমোরীকার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ইমন আলী নায়েব (২৪) উপজেলার মোহদীপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে র্যাব-৫। মঙ্গলবার সকালে সেই মামলার আসামী ইমন আলী নায়েবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।