কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়ায় ব্রহ্মপুত্র নদে অাত্বীয়দের সাথে ঘুরতে গিয়ে নৌকা উল্টে গিয়ে ফাহাদ (১০) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজের ৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৭ টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে পাঠান বাড়ির বালুর ঘাটের ড্রেজারের ভাসমান পাইপের কাছ থেকে লাশটি উদ্ধার করে সকাল ১০ টায় জানাযার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে জানিয়েছেন শিশুর আত্মীয় দেলোয়ার হোসেন দুলাল।
প্রয়াত ফাহাদ বাহাদিয়ার দ্বীন ইসলামের ছোট ছেলে এবং স্হানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
রবিবার ( ৯অাগস্ট) বিকেলে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে পরিবার ও অাত্বীয়দের সাথে একটি ছোট্র নৌকা করে ঘুরতে বের হয়। হটাৎ করে সন্ধায় সাড়ে ছয়টা দিকে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। সাথে থাকা অনেকেই সাতরে তীরে ওঠলেও ফাহাদকে আর পাওয়া যায়নি।