পত্নীতলায় ফেন্সিডিলসহ ৩জনকে আটক
নওগাঁ প্রতিনিধি : পত্নীতলায় নারীসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল সোয়া ৯টায় দিকে নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পত্নীতলা থানার এএসআই মোঃ রবিউল ইসলাম, এএসআই আঃ রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স। এ সময় তাদের কাছ থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো: মহাদেবপুর উপজেলার রইট্র গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই উপজেলার আটুরা গ্রামের মোঃ সাইফুদ্দিনের ২মেয়ে বিজলী বানু (২৯) এবং শাপলা আক্তার (২৫)।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, আটককৃতরা ভারতীয় ফেন্সিডিল পাচার করে মহাদেবপুর এলাকায় নিয়ে যাওয়ার সময় পুলিশ উপজেলা সদর নজিপুর সরকারী কবরস্থানের পার্শ্ব থেকে তাদেরকে আটক করে। এবিষয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার দুপুরে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।