কিশোরগঞ্জ পাকুন্দিয়ার বাহাদিয়ায় ব্রহ্মপুত্র নদে পরিবারের সাথে ঘুরতে গিয়ে নৌকা উল্টে ফাহাদ (১০) নামে এক চতুর্থ শ্রেণির ছাত্র নিখোঁজ হয়েছে। সে বাহাদিয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
শিশুর আত্মীয় দেলোয়ার হোসেন দুলাল জানান, রবিবার ( ৯অাগস্ট) বিকেলে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে পরিবার ও অাত্বীয়দের সাথে একটি নৌকায় করে ঘুরতে বের হয়। হটাৎ করে সন্ধায় সাড়ে ছয়টা দিকে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। সাথে থাকা অনেকেই সাতরে তীরে ওঠলেও ফাহাদকে আর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপজেলা ইনচার্জ আল-আমিন বলেন, খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসেছে। সোমবার সকাল থেকেই নদীর গভীরে অভিযান চলছে। নদী অনেক গভীর এবং শ্রোত অনেক তাই উদ্ধার অভিযান কঠিন। শিশুটি উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।