মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় রবিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় একশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী- শুকনো খাবার বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ.কে.এম নাসির উদ্দিন আবুল, মানিকগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মোল্লা, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ.বি.খান বাবু প্রমুখ।