ধনবাড়ী; টাংগাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নে কামার পাড়া গ্রামের মোঃ শুক্কুর আলীর ছেলে মোঃ সুজন মিয়াকে গত ০৮ আগষ্ট বিকেলে গাঁজা সহ গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ধনবাড়ী থানা সূত্রে জানা যায় শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ মিল্টন, এ.এস.আই মোঃ জাকির হোসেন সংগীয় ফোর্স নিয়ে আভিযান চালিয়ে মুশুদ্দি ইউনিয়নের কামার পাড়া থেকে গাঁজা সহ সুজন মিয়াকে আটক করে। জানা যায় সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা, হিরোইন, গাঁজা সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রয় করে আসছে ও যুব সমাজকে ধ্বংস করছে। এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁন মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধনবাড়ী থানায় কোন প্রকার নেশা জাতীয় দ্রব্য খাওয়া ও বিক্রি করতে দিব না এটা আমার চ্যালেঞ্জ। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে, মামল নং- ০৫, তারিখ: ০৮/০৮/২০২০ ইং। আসামীকে টাংগাইল কোর্টে প্রেরন করা হয়েছে।