জামালপুরের সরিষাবাড়ীতে স্বপন মিয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী ও নিহতের পরিবার। আজ শুক্রবার সকাল ১১ টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দার পাড়া মোড়ের প্রধান সড়কে এলাকাবাসী মানুষের অংশ গ্রহণের ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে হত্যাকান্ডের শিকার স্বপন মিয়ার স্ত্রী মরিয়ম বেগম,মেয়ে সবুজা বেগম,ছেলে মামুন মিয়া,এলাকাবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য রুবেল মিয়া,শাহজাহান আলী মাষ্টার,লুৎফর রহমান,সুজ্জামান সুরুজ মিন্টু, মেয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,গত ৩রা আগষ্ট বালিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শিপন মিয়ার নেতৃত্বে জামাতা নুরুল ইসলামের বাড়ীতে বেডাতে যাওয়া স্বপন মিয়াকে নির্মম ভাবে খুন করে। খুন ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ১০/১২ জন কে আসামী করে নিহত স্বপন মিয়ার স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের হলেও অজ্ঞাত কারনে পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারে নাই। তাই মামলার আসামীদের অনতিবিলম্বে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তা ও মানববন্ধনকারীরা।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম জানান, হত্যাকান্ডের ঘটনার পর পরই আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে মামলার আসামী আনিকা বেগমকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।