বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯০তম জন্মদিবস উদযাপন উপলক্ষে ২০১৯-২০ অর্থ বছরের অর্থায়নে রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার,সেলাই মেশিন নলকুপ বিতরন করা হয়েছে।আজ শুক্রবার(৭ আগষ্ট)দুপুরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসানের নিজ বাড়ী থেকে এসব বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান হুইল চেয়ার ২০ টি,হতদরিদ্রদের মাঝে নলকুপ ৫৬ টি,সেলাই মেশিন ১০ টি বিতরন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,উপজেলা প্রকৌশলী রাকিব হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,সরিষাবাড়ী অনার্স কলেজের জি এস রাজন আহমেদ সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের শিশুয়া বাঘমারা ক্রংকীট ব্রীজের ভেঙ্গে যাওয়া এ্যাপ্রোচ এবং কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর ক্ষতিগ্রস্থ ব্রীজ পরিদর্শন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান।