মৃত্যুহীন যে বীর প্রথমে গেয়েছেন জয় বাংলার গান,তিনিই হলেন বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণে সাড়ে সাত কোটি বাঙ্গালী একত্রিত হয়ে বাঙালী জাতি প্রমাণ করেছে বাঙ্গালী ঐক্যবদ্ধ জাতি। বঙ্গবন্ধুর ডাকে 1971 সালে দেশের স্বাধীনতা চিনিয়ে এনে প্রমাণ করেছিল বাঙ্গালী জাতি বীরের জাতি।
কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সাথে বলতে হচ্ছে আমাকে,1975 সালের 15 ই আগস্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে গুটিকয়েক জন ক্ষমতা লোভী বাঙ্গালী নামের অবাঙ্গালী নরপশুর দল পুরো বাঙ্গালী জাতি কে আজ কলঙ্কিত করে দিয়েছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর বুঝা গেল বাঙ্গালী জাতি শুধু বীরের জাতি নয়, বেঈমানের জাতিও বটে।বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুকে যে জাতি হত্যা করতে পারে, তারা যেকোন ঘৃণিত কাজ করতে পারে।পনেরই আগস্ট থেকে গুটিকয়েক জন ক্ষমতা লোভী খুনি নরপশুদের কারণে পুরো বাঙ্গালী জাতির উপর থেকে বিশ্বাস ভেঙেঁ গেছে।
তাই আমি একজন বাঙ্গালী মায়ের সন্তান হিসেবে যতদিন বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে বসবাস করব ততদিন ঐ খুনি বাঙ্গালী নামের অবাঙ্গালী, ক্ষমতা লোভী নরপিশাচ নরপশুদের ঘৃণা করে যাব।আর বঙ্গবন্ধুকে সারা জীবন বিনম্র শ্রদ্ধা জানিয়ে ভালবেসে যাব।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি রইল বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয় হোক মেহনতি মানুষের।