মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের চরমাস্তল বিলে নৌকা ডুবির ঘটনায় ৩ ভাই বোনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এ ঘটনায় নিখোঁজ ২ শিশুর মরদেহ দীর্ঘ ১৮ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে নৌকা ডুবির এই ঘটনা ঘটে। এরপর বুধবার সকাল ৮টার দিকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার পর তাৎক্ষনিক উদ্ধারকৃত নিহতরা হলেন হনুফা বেগম (৩৭) তার বোন রোকসানা (৩০) ও ভাই রিয়াজুল (২৫)। এরপর বুধবার সকালে হনুফার মেয়ে মিথিলা (১২) ও রোকসানার ছেলে শান্তর (১১) মরদেহ উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, দীর্ঘ সময় পর নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় সর্বমোট ৫ জনের মৃত্যু হলো। সবশেষ আর কেউ নিখোঁজ নেই বলেও জানান তিনি।