নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল থেকে ৩০ ক্যান বিয়ারসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ । রবিবার (২ আগস্ট) রাতে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (২৭) গড়পাড়া গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে এবং অপর মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া (৩২) ভাগ্যেরপাড়া গ্রামের রতন মিয়ার ছেলে।
জানা যায়, রবিবার রাত ৮টা ৩৫ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহম্মেদ ও এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করে মেসার্স শেখ মোঃ হারুনুর রশীদের সিমেন্ট ঘরের সামনের পাঁকা রাস্তার উপর থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন ও মোঃ মামুন মিয়াকে গ্রেফতার করেন।
এসময় তাদের দখল হতে ৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের ২৪ হাজার টাকা। এ ঘটনায় পলাশ থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় পুলিশ।