দৈনিক ভোরের কাগজ”
সিংগাইর উপজেলা প্রতিনিধি ও “সিংগাইর প্রেসক্লাবের” সাধারন সম্পাদক মাসুম বাদশাহ এর পিতা মো. আইয়ূব আলী শেখ রবিবার(২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি…….. রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৮৫ বছর।
তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গত ২১ মার্চ হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিজ বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
রবিবার সকাল ১১ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।