রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ খাদ্যগুদামের নতুন ওসি এলএসডি হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ রেজাউল করিম। তিনি তানোর উপজেলা কামারগাঁ খাদ্য গুদামের নতুন ওসি এলএসডি হিসেবে দায়িত্ব প্রাপ্ত হোন ১২ এপ্রিল ২০২০ইং। এর আগে দায়িত্বরত ওসি এলএসডি নয়ন কুমারের বিরুদ্ধে কামারগাঁ খাদ্য গুদামের মজুদকৃত ৬০ মেট্রিক টন ধান বিক্রয় করার অভিযোগ উঠে। পরে প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেলে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো খাদ্য গুদাম সিলগালা করে দেন এবং বিষয় টি জেলা প্রশাসক জনাব হামিদুল হক কে জানানো হলে সরেজমিন তদন্ত করার জন্য রাজশাহী জেলা খাদ্য কর্মকর্তা নাজমুল হক ও জেলা কারিগরি পরিদর্শন জনাব সিহাবুল ইসলাম কে নির্দেশ প্রদান করেন। যৌথতদন্তে দুর্নীতির সত্যতা খুজে পাওয়া গেলে জেলা প্রশাসকের নির্দেশে তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো খাদ্য গুদাম সিলগালা করে দেন। ফলে নয়ন কুমার কে সাসপেন্ড করা হয়। ১২ এপ্রিল রেজাউল করিম কামাগাঁ ওসিএলএসপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
জানা গেছে, বর্তমানে রেজাউল করিম সুষ্ঠু ও দক্ষতার সাথে ধান ক্রয় করে যাচ্ছেন