গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার, মোঃ রওশন আলী এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন সিরাজ কান্দি গ্রামস্থ সিরাজকান্দি বাজারে জনৈক ইসমাইল খাঁন এর বন্ধ থাকা বিসমিল্লাহ বস্ত্রালয়ের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ ইমাম হোসেন (৫০), পিতাঃ মৃত-জাফর আলী শেখ, সাং-সিরাজকান্দি (দক্ষিন পাড়া),থানাঃ ভূয়াপুর, জেলাঃ টাঙ্গাইল, ২। মোঃ কাঊছার মিয়া (২৮), পিতাঃ মোঃ রুস্তম আলী, সাং-গোয়াচ নগর, থানাঃ মাদবপুর, জেলাঃ হবিগঞ্জ, ৩। মোঃ মুক্তার হোসেন (২৮), পিতাঃ মোঃ জাহাঙ্গীর আলম, সাং-ভল্লব বাড়ী, থানাঃ কালিহাতি, জেলাঃ টাঙ্গাইলগণদের ২০ (বিশ) কেজি মাদক দ্রব্য গাঁজা, ০৪টি মোবাইল ফোন এবং ০৭টি সিম কার্ড সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীগণকে জিজ্ঞাসাবাদ করলে তারা দীর্ঘদিন যাবৎ গাঁজা অবৈধভাবে সংগ্রহ পূর্বক তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানাধীন এলাকাসহ বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামীগণ অনেক দিন যাবৎ টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদক গাঁজা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।