রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জ মিরাজ উদ্দিন আহম্মেদ বিপিএম, পিপিএম-এর ডিএমপি, ঢাকায় যুগ্ম-কমিশনার হিসেবে বদলিতে‘ধন্যবাদ জ্ঞাপন ও বিদায়ী সংবর্ধনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২৮জুলাই) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম (বার), বাংলাদেশ পুলিশ।
এসময় আরো উপস্থিত ছিলেন কমান্ড্যান্ট (এসপি), আরআরএফ, রাজশাহী, পুলিশ সুপার, রাজশাহী, কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ রাজশাহী রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।