প্রধানৃুন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান, এই স্লোগান কে সামনে রেখে লাগায় গাছ বাড়াই বন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি তানোর গোদাগাড়ীর কৃতি সন্তান জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি, তানোর থানার সহকারী প্রকৌশলী, বিএমডিএ মোহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন তানোর উপজেলার নির্বাহী অফিসার জনাব সুশান্ত কুমার মাহাতো।
জানা গেছে চলতি মাসের ২৭শে জুলাই ২০২০ইং সোমবার সকাল ৯ ঘটিকায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের চকিরঘাট হতে কালীগন্জ হাট পাকা রাস্তার দুই পার্শ্বে চার হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম পির পক্ষে গাছের চারা রোপণ করেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর থানা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না।
একই দিনে তিনি তিনটি ইউনিয়নে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মহাদয়ের সহধর্মিণীর সুস্থতার জন্য দোয়া চেয়ে ত্রান বিতরণ করেন চাঁন্দুড়িয়া, তালন্দ, ও পাঁচন্দর ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে ভি,জি,এফ এর চাল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ, রাজশাহী রিজিয়ন, জনাব মোঃ শরিফুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান জনাব মজিবুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান জনাব আবুল কাশেম, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান জনাব আব্দুল মতিন, ছাত্র লীগ নেতা মোশেদুল মোমেনিন রিয়াদ সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেত্রী বিন্দু এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।।