পতেঙ্গা মডেল থানার উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার ২৭/০৭/২০২০ বিকেলে থানাস্থ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কর্ণফুলী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইয়াসির আরাফাত। এসময় আরো উপস্থিত ছিলেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, ওসি (তদন্ত) আবদুল্লাহ আল হারুন, পতেঙ্গা ছাত্র-যুব পরিষদের আহ্বায়ক ওয়াহিদ হাসান প্রমুখ।