নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বড়বিলা নাটুয়াপাড়া আবাসন প্রকল্পে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।২৫ জুলাই শনিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের বড়বিলা নাটুয়াপাড়া আবাসন প্রকল্পে অবস্থিত বন্যা কবলিত ১২৯টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও মাক্স বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি অফিসার অরুন কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুলতান হোসেন, খাজুর ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন প্রমূখ।