পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুরে ইউনিয়নে বিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে চরসিন্দুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, সেলিনা আক্তার, নরসিংদী জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মাহফুজুল হক টিপু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে চরসিন্দুর ইউনিয়নের দুঃস্থ, অসহায়, দুর্যোক্রান্ত ও হতদরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে বিজিএফের চাউল বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।