যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় মানিকগঞ্জের দৌলতপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই এখন হাঁটু পানি। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা।
এতে উপজেলার বন্যা কবলিত ও নদী ভাঙ্গন এলাকার মানুষজন চরম দুর্ভোগের মধ্য দিয়ে জিবন-যাপন করছে । দেখা দিয়েছে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের ছোট লাউতারা,আবুডাঙ্গা,পংতিরছা, বৈন্যা জেলে পাড়া সহ প্লাবিত হয়ে বেশির ভাগ ঘর-বাড়িতে পানি উঠায় গৃহপালিত পশু-পাখি নিয়ে বিপাকে পড়েছেন এসব আঞ্চলের দিশেহারা মানুষজন।
অনেকে জিবন বাচাঁতে গৃহপালিত পশু ও পরিবার নিয়ে ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে।
এসব এলাকার রাস্তাঘাট তলিয়ে পানিবন্দি হয়েছে পড়েছে প্রায় ১২ হাজার মানুষ। খাদ্য সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।