কবি ও কথা সাহিত্যিক শাহজাহান মজুমদারের আমন্ত্রণে ৫টি কবিতা খেলায় আজকে আমার তৃতীয় কবিতা ‘ সে গল্পটা ‘ পোস্ট করছি। এ কবিতাটি জনপ্রিয় আবৃত্তি শিল্পী আলমগীর ইসলাম শান্ত এতোটা আবেগপ্রবণ হয়ে আবৃত্তি করেছিলো যে, আমার চোখে পানি চলে এসেছিলো। সে গল্পটা
নীলিমা আক্তার নীলা
সে গল্পটা আজো আমি জানিনা।
একটি মেয়ে কাঁদতো
করিডোরে দাঁড়িয়ে
বৃষ্টিতে হাত দু’ টো বাড়িয়ে
তারপর হঠাৎ
আনমনা। কখনো অভিমানে থমকে যেতো
কখনো আবার ভয়ে চমকে যেতো
নিজের সাথে
কতো লুকোচুরি খেলা
হয়নি তার কাউকে বলা
কোথায় সে আজ জানিনা।