নরসিংদীর পলাশ উপজেলা ঘোড়াশালে ২য় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় পৌর এলাকার উত্তর মিয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪০) কে আটক করেছে ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহির আলম জানান, বুধবার সকাল সাড়ে ৯টার টার দিকে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তার বান্ধবীর বাসা উত্তর মিয়া পাড়ায় যায়। এসময় তার বান্ধবী বাসায় ছিলনা। এই সুযোগে স্কুল ছাত্রীকে রুমের ভিতর নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এই ঘটনা যেন কাউকে না বলে সেজন্য তাকে ভয়ভীতি দেখায়। পরে সে বাসায় চলে যায়।
এদিকে ছাত্রীর মা ঘোড়াশালের একটি হোটেলে বাবুর্চির কাজ করে। দুপুর ১টার দিকে তার মার কাছে যাওয়ার পর তার শরীরে হাত দিলে অসুস্থ মনে হয়। পরে ঘটনা খুলে বলার জন্য তাকে সাহস দিলে সব কিছু খুলে বলে। বিকাল ৪টার দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়িতে ঐ ছাত্রীর মা অভিযোগ জানান। এর পর তাৎক্ষণিক ঘোড়াশাল পৌর এলাকায় অভিযান চালিয়ে মিন্টু মিয়াকে আটক করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ভিকটিম ছাত্রীর মা ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামী মিন্টু মিয়াকে নরসিংদীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।