এই প্রথম দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু। করোনায় আক্রান্ত হয়ে দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের পাথরাইল গ্রামের মহাদেব বসাক নামে ৫২ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায় ১৯/০৭/২০২০ তারিখে তার করোনা পজিটিভ সনাক্ত হয় কিন্তু তিনি ৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা সত্যে ২৩/০৭/২০২০ রাত ১২;৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাত ২ টায় পাথরাইলের চন্ডি শ্মশানে মৃত ব্যাক্তির সৎকার করা হয়। করোনায় মৃত্যুর কারনে আশে পাশের মৃত ব্যক্তির কোন প্রিয়জন তার সৎকার করতে এগিয়ে আসেনি। এগিয়ে এসেছিলেন পাথরাইল ইউনিয়নের সুনামধন্য প্যানেল চেয়ারম্যান মো;আরফান আলী খান ও মহিলা মেম্বার ময়না বেগম সাথে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা UNO মহোদয়। কোভিড-১৯ এর সেই প্রথম লগ্ন থেকেই আজো তারা মাুনষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন।