নরসিংদীর পলাশ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল উপজেলার ঘোড়াশাল পৌরসভাসহ ৪টি ইউনিয়নের ১০ হাজার ৪৮৩ টি হতদরিদ্র পরিবার। আজ বুধবার সকালে উপজেলার জিনারদি ইউনিয়নের সানেরবাড়িতে হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। ঈদ উপলক্ষে উপজেলার ঘোড়াশাল পৌরসভায় ৪ হাজার ৬২১টি পরিবার,জিনারদি ইউনিয়নে ১৩৬২,চরসিন্দুর ইউনিয়নে ১২২৫,গজারিয়া ইউনিয়নে ১২২৫ ও ডাঙ্গা ইউনিয়নে ২০৫০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরউদ্দিন আল রাজী।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, ঘোড়াশাল পৌরমেয়র শরীফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, সেলিনা আক্তার, জিনারদি ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কবির মৃধা ও জেলা আওয়ামীলীগের সদস্য মাহফুজুল হক টিপু প্রমুখ।