মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বুধবার সকালে বন্যা কবলিত চরাঞ্চল বাচামারা, চরকাটারি, বাঘুটিয়া ও জিয়নপুর ইয়নিয়নের দিশেহারা বানভাসি মানুষের মাঝে বিতরনের জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের নিকট বিভিন্ন প্রয়োজনিয় দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জেলা নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মুহাম্মদ আব্দুল আলীম, চরকাটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারেক মন্ডল, জিয়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ.বি.খান বাবু প্রমুখ।
বানভাসি অসহায় পরিবারের মাঝে দ্রব্যসামগ্রী হিসেবে পানি বিশুব্ধ করন ট্যাবলেট ১৭০০০ হাজার, হাইজিন কিট ১৬ সেট, জারিকেন ৩৬টি, বালতি ২২টি, জি.আই নিপেন ২০পিস, সকেট ২০টি, ছিটবল-জয়েননাট ২০ পিসসহ ব্লেচিং পাউডার বিতরণ করা হয় হয়েছে।