মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশ পরিচয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (২০ জুলাই) বিকাল ৫ টার দিকে সিংগাইর পৌরসভা এলাকার দক্ষিন আজিমপুর মহল্লায় সিংগাইর-মানিকনগর রাস্তায় এ ঘটনা ঘটে।
এ সময় ছিনতাইকারীরা পিক্যাপ গাড়ির চালকসহ ৩ জনকে মারধর করে আহত করে।
জানা গেছে , হেমায়েতপুর থেকে ১টি পিক্যাপ ভ্যান সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া সোহেলের ফার্ম থেকে মুরগী নেয়ার উদেশ্য রওনা দেয়।
এর মধ্যে ড্রাইভার,হেলপার মালিকের পাওনা টাকা আদায়ের জন্য সাহরাইল এলাকার জনৈক ব্যক্তির কাছে যাওযার জন্য পিক্যাপ নিয়ে সিংগাইর-মানিকনগর সড়কে রওনা দেয়।
মাঝপথে পৌরসভার দক্ষিন আজিমপুর অতিক্রম করার সময় ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারে থাকা ৪জন পিকাপ গাড়ীর গতিরোধ করে এবং কাগজ পত্র দেখতে চেয়ে ড্রাইভার হেলপারকে মারধর করে। এক জনকে আটকিয়ে রেখে গাড়ীতে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, মালিক পাওনা টাকা আনতে ড্রাইভারকে বাস্তা-মানিকনগর সড়ক দিয়ে যেতে বলেছে। তা না করে তারা সিংগাইর মানিকনগর সড়ক ব্যবহার করছে। বিষয়টি রহস্যজনক। ছবি : প্রতিকী